: শুরু করা যাক তবে।
: অনেকে তো বলে আগে শেষটা ভাবতে।
: তাড়া কিসের?
: জানি না। এগোতে নাকি সুবিধে।
: যদি পেছোতে হয় কখনো?
: সময় শুধরে নেবে নিজের মত।
: তার কী দায়?
: নিয়মই এই। তবে খুঁটি বসাব কোথায়?
: ইচ্ছেমত। তবে এগোতে গেলে কাহিনী হবে কিছু।
: তা হবে দিক-বেদিকের বেখেয়ালে। তো চিরন্তন? না আপেক্ষিক?
: ‘ধরি’ আর ‘মনে করি’। নিরাপদ।
: শিকল তো ফেলতে হবে।
: তালে তালে। নয়তো কানে লাগে বড্ড।
: আর একটু আড়ালে।
: প্যাঁচের পাঁকে পড়া কেন?
: নগ্নতায় অনীহা। রীতিমত ক্লান্তিকর।
: রঙটা কাজে দেবে তাহলে।
: সীসায় চলে যাবে।
: আচ্ছা। তো শেষটা কী?
: শুরু হল কখন?