লাল রঙা অসংখ্য ইটের গাঁথুনির ফাঁকে
সিমেন্ট আর বালুর পরিমাণ নিয়ে
খুব হিসেবি প্রাণীগুলো
চেষ্টায় আছে ঘড়ির কাঁটাকে বশে আনার।
‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’,
টিকে থাকা চাই, যেভাবে হোক;
মগজাস্ত্রের গর্জনে মিইয়ে আসে
পেছনের এমিগডালার আর্তনাদ।
‘নিয়ম’- প্রহসনটা বেশ চলে এখানে,
একটা নাটকও হয়, নাম ‘বিচার’।
মঞ্চটা বিশাল, শুরু হয়েছিল
কোনো এককালে, শেষের খবর কে রাখে!
দুটো হাত, একটা মস্তিষ্ক;
ক্ষমতার বিস্তৃতিটা দৃষ্টিসীমার বাইরে,
স্বর্গ-নরকটাকে নামিয়ে এনেছে
এই নীল গ্রহেই; পরিণতি- তা ইতিহাসই জানে।