Archive for July, 2015

সভ্যতা

Posted: July 1, 2015 in বাংলা

লাল রঙা অসংখ্য ইটের গাঁথুনির ফাঁকে
সিমেন্ট আর বালুর পরিমাণ নিয়ে
খুব হিসেবি প্রাণীগুলো
চেষ্টায় আছে ঘড়ির কাঁটাকে বশে আনার।

‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’,
টিকে থাকা চাই, যেভাবে হোক;
মগজাস্ত্রের গর্জনে মিইয়ে আসে
পেছনের এমিগডালার আর্তনাদ।

‘নিয়ম’- প্রহসনটা বেশ চলে এখানে,
একটা নাটকও হয়, নাম ‘বিচার’।
মঞ্চটা বিশাল, শুরু হয়েছিল
কোনো এককালে, শেষের খবর কে রাখে!

দুটো হাত, একটা মস্তিষ্ক;
ক্ষমতার বিস্তৃতিটা দৃষ্টিসীমার বাইরে,
স্বর্গ-নরকটাকে নামিয়ে এনেছে
এই নীল গ্রহেই; পরিণতি- তা ইতিহাসই জানে।